এই আধুনিক যুগে ঘরে ঘরে ম্যাসাজথেরাপির প্রয়োজন
শংকরশ্রী সুদীপ্ত বিশ্বাস,যোগা এ্যান্ড ফিজিওথেরাপিষ্ট, ( সম্পাদক ,রাজদীপ পত্রিকা, পরিচালক : অভিজ্ঞান যোগা এন্ড ফিজিওথেরাপি সেন্টার , স্থাপিত: ২০০০, শ্রীরামপুর, হুগলী, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ফোন ও হোয়াটসঅ্যাপ : 8777857004 , 9830715997 & 9051357223) ----------------------------------------------------------------------- ফিজিওথেরাপি কথাটা এখন বহু প্রচলিত কিন্তু ফিজিওথেরাপি সম্পর্কে অনেকেরই ধারণাটা তেমন পরিষ্কার নয়। ফিজিওথেরাপির প্রকৃত অর্থ হলো ট্রিটমেন্ট বাই ফিজিক্যাল মিন্স ------- অর্থাৎ ফিজিওথেরাপি মানে ভৌত চিকিৎসা। যে চিকিৎসাতে কোন ওষুধ বা ইনজেকশন দরকার হয় না । উপকরণ হিসেবে লাগে কতগুলো ভৌত অর্থাৎ প্রাকৃতিক উপাদান থেকে উৎপাদিত শক্তি। কি কি সেই ভৌত উপাদান ? এর উত্তরে বলা যায় :------ জল ,বায়ু, বিদ্যুৎ, তাপ ও শারীরিক শক্তি মূলত: এগুলোর সাহায্যেই এই ধরনের চিকিৎসা করা হয়। ## প্রাচীনকালেও ফিজিওথেরাপির অস্তিত্ব :--------- ষোড়শ শতাব্দীতে ফ্রান্সের বিখ্যাত চিকিৎসক এ্যামব্রোইস পোরে , সুইডেনের বিখ্যাত জিমন্যাস্ট 'লিং ' যাকে father of therapeutic massage বলা হয়